গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় শ্রমিক বস্তিতে (কলোনি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে তিনটি কলোনির দেড় শতাধিক ঘর।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ভাড়াটিয়া রিয়াজুল করিম বলেন, ভোগড়া দক্ষিণপাড়া (পেয়ারা বাগানের পাশে) এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের ভাড়া বাড়িতে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুনে দুই শতাধিক ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেনসহ স্থানীয়রা জানান, লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের কলোনিতে ছোট ছোট অসংখ্য ঘর ছিল। এসব ঘরে শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষ ভাড়া থাকেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কলোনির উত্তর দিকের একটি ঘরে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ও টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। অপ্রশস্ত রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাশাররফ হোসেন আরও জানান, আগুনে ওই কলোনির দেড় শতাধিক ঘর মালামালসহ পুড়েছে। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ ঘরের সংখ্যা, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।