দোয়ার চিঠি ভাইরাল
Advertisements

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) থেকে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। চিঠিটিতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনার কথা উল্লেখ ছিল,যা বিতর্কের জন্ম দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) নমিতা দে’কে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত রফিক স্বাক্ষরিত এক আদেশে নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খানের আদেশে প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসন বিভাগ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি চিঠি ইস্যু করা হয়। ২০ মার্চ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়,

“সরকারি সিদ্ধান্ত মোতাবেক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে সুবিধাজনক সময়ে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”

তবে চিঠিটি বিতর্কের সৃষ্টি করলে কিছুক্ষণের মধ্যেই সংশোধিত আরেকটি চিঠি ইস্যু করা হয়, যেখানে মুজিবুরের আত্মার মাগফিরাত কামনার অংশটি বাদ দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে দাবি করেন, প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন ভুলবশত প্রথম চিঠিটি অনুমোদনের জন্য তার কাছে উপস্থাপন করেন এবং তিনি তা সই করেন। পরে বিষয়টি বুঝতে পেরে দ্রুত সংশোধিত চিঠি জারি করা হয়।

নমিতা দে আরও বলেন, “এটি ভুলবশত হয়েছে এবং দ্রুত সংশোধন করা হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত।”

অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে সচিব নমিতা দে’কে ওএসডি করা হয়েছে। পাশাপাশি, প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দপ্তরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisements