গাজীপুরে পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি
Advertisements

হঠাৎ করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এমন পরিস্থিতেও কেউ স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই।

এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে আজ রবিবার সকালে গাজীপুর মেট্রো পলিটন গাছা থানার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

নগরীর বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাছা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, গাছা থানার অফিসার ইনচার্জ মো.ইসমাইল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

Advertisements