Formerly banned organization Chhatra League in Gazipur
Advertisements

গাজীপুর মহানগরীর গাছা থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ রানা ওরফে কালা মাসুদকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা কামাল হোসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গাছা থানায় বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কামাল হোসেন সহযোগী নেতাকর্মীদের সঙ্গে থানায় উপস্থিত হন। মাসুদ রানাকে কামাল হোসেনের ভাগিনা বলে স্থানীয়রা দাবি করলেও কামাল এ অভিযোগ অস্বীকার করেছেন।

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা গাছা থানাধীন সুলতান হাসপাতালের পাশ থেকে বুধবার রাত পৌনে ১০টায় গ্রেফতার হন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, মাসুদ রানাকে মালয়েশিয়ায় পালানোর গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজের মোবাইল ফোন একজন সহযোগীর কাছে দিয়ে আলামত নষ্ট করার চেষ্টা করেন।

স্থানীয় সূত্র জানায়, মাসুদ রানা এবং তার বাবা কবির হোসেন মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক কারবার, কিশোর গ্যাং পরিচালনা, ফুটপাতে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং গার্মেন্টসের ঝুট নিয়ে জোরপূর্বক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

এছাড়াও, মাসুদ রানা ২০১৯ সালের ১৯ জুলাই উত্তরায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মাসুদ রানাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাছা থানার ওসি আরও জানান, মাসুদের বিরুদ্ধে মাদক কারবার এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কামাল হোসেন জানান, তিনি থানায় অন্য কাজে গিয়েছিলেন এবং মাসুদ রানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মাসুদ তার ভাগিনা নয় এবং তাকে তিনি চিনেন না বলেও দাবি করেন।

এই ঘটনা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Advertisements