গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যে আব্দুর বারীর (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
খবর পেয়ে পুলিশ রোববার (৯ জানুয়ারি) সকালে জেলার চাপুলিয়া স্কুল এলাকার রেলপথের পাশের একটি ঝোপ থেকে এ সেনা সদস্যের লাশ উদ্ধার করে।
নিহত আব্দুর বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই আসাদুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। ধারণা করা হচ্ছে, হত্যা করে তাকে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের স্বজনরা জানান, সাবেক সেনা সদস্য মেশিন টুলস কারখানায় কর্মরত ছিলেন। গত সোমবার (৩ জানুয়ারি) বাসা থেকে খেজুরের রস আনতে বের হয়ে আর ফেরেননি তিনি। আজ রোববার (৯ জানুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।