দক্ষিণ আফ্রিকার ধরণসহ দেশে করোনার ১২ রূপ শনাক্ত
Advertisements

গাজীপুরে নতুন করে ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যবরণ করেছে দুজন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২৩ জন ও মৃতের সংখ্যা ২৩২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৩১৯ নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত করা হয়। এরমধ্যে গাজীপুর সদরে ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, কালিয়াকৈরে ২ জন, কাপাসিয়ায় ৯ জন রয়েছেন।

তিনি আরোও বলেন, এখন পর্যন্ত গাজীপুর জেলায় ৮৯ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৩২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৬৬ জন, কালীগঞ্জে ৮৭৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৫০ জন, কাপাসিয়ায় ৭৮৩ ও শ্রীপুরে ১ হাজার ৩৪৮ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় নতুন দুজনসহ ২৩২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭১৯ জন।

Advertisements