গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর।
বুধবার(২১ এপ্রিল)বিকেলে কোনাবাড়ী থানাধীন বাইমাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই আবু সাইদ জানান, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ওই নারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন তিনি।