
গাজীপুরে জাতীয় নাগরিক কমিটি (জনাক)-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র্যালি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এ আয়োজনে জেলার বিভিন্ন থানার অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই র্যালিতে জনসাধারণের ব্যাপক সাড়া পাওয়া যায়।
জনাকের পক্ষ থেকে আয়োজকদের পাশাপাশি সকল অংশগ্রহণকারী ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। আয়োজকদের মতে, এই র্যালির মাধ্যমে জনগণের একতা, দেশপ্রেম ও ভাষা আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার প্রমাণ মিলেছে। মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়।
এই আন্দোলনের গুরুত্ব অনুধাবন করে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে, যা বিশ্বব্যাপী পালন করা হয়। ভাষা শহীদদের এই আত্মত্যাগ শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী সকল ভাষাপ্রেমী মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।