গাজীপুরে একই রাতে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একাধিক স্থানে পরপর অগ্নিসংযোগে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার ভোররাতে গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় এসব ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায়। সেখানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর, ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় আরও একটি বাসে আগুন লাগানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ইঞ্জিন ও আসনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয়দের তথ্যমতে, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল এবং এক মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনটি ঘটনাই একই কৌশলে সংঘটিত হয়েছে—অজ্ঞাত ব্যক্তিরা দ্রুত এসে আগুন দিয়ে পালিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক উত্তেজনা ঘিরে নাশকতার অংশ হিসেবে এই অগ্নিসংযোগ হতে পারে।
তদন্ত সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশ বলছে, দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





































