
দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতভর পরিচালিত এ অভিযানে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রোববার সকাল সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান এখনো অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার বলেন, “গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এখন পর্যন্ত (দুপুর ১টা) ৪০ জনকে আটক করা হয়েছে। এরা বিভিন্নভাবে সরকারবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।”
তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে রাতভর অভিযান চালিয়েছে। গাজীপুর মহানগরের ৮টি থানায় পরিচালিত অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।