গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Advertisements

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের বিরুদ্ধে ছুটি না দেওয়া, বেতন কর্তন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে আন্দোলনে নামে তারা। এই অপমানজনক পরিস্থিতি থেকে এক নারী শ্রমিক আত্মহত্যা করলে আন্দোলন আরও বেগবান হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কারখানার আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে গুলি বা টিয়ারেসেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisements