টঙ্গীতে তুলার গুদামে
Advertisements

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কের একটি তুলা তৈরির গুদামে এ আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী, ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদাম থেকে হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে যায়, যার মধ্যে শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামও রয়েছে। এতে গুদামে থাকা তুলা তৈরির কাঁচামাল, তৈরি পণ্য, আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রাংশ সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পানি সংকটের কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে সমস্যা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আশপাশে কোনো জলাশয় না থাকায় পানি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল, যা অগ্নিনির্বাপণ কাজে বাধা সৃষ্টি করেছিল।

ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টঙ্গী ফারায় ভলান্টিয়ার’, যারা আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

Advertisements