গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ৫৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকার এমএম গার্মেন্টসের বিপরীতে মাজার সংলগ্ন শহীদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেড বাড়িগুলোতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ৫৭টি কক্ষের আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির আর্থিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগুনের উৎস হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে।”
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। স্থানীয় প্রশাসন এবং সমাজসেবী সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।