গাজায় আবারও বিমান হামলা চালাল ইসরায়েল
Advertisements

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের দাবি, বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

ইসরাইলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এ হামলার পর ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালিয়েছে, ওই স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই অব্যাহত থাকে। এ সংঘাতকালে ইসরাইলি হামলায় গাজায় ২৭০ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন।

এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। শুক্রবার ইসরাইলে ২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার লেবাননে নতুন করে বিমান হামলা চালায় ইসরাইল। এর জবাবে হিজবুল্লাহ ওই রকেট হামলা চালায়।

Advertisements