ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭০৬ জনে। আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৩০ হাজার ১০১ জন।
বৃহস্পতিবার (১৯ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, শুধু গত এক দিনেই আহত হয়েছেন আরও ২২১ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে থাকা বহু মানুষ এখনো উদ্ধার되지 পারেনি। দুর্বল অবকাঠামো ও নিরাপত্তা পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরাইল। তবে যুদ্ধবিরতির দুই মাস না পেরোতেই, ১৮ মার্চ ভোর থেকে আবারও বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে তারা। এ নতুন দফায় হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০১ জন, আহত হয়েছেন ১৮ হাজার ৬০ জন।
গত ২ মার্চ থেকে গাজার ভেতরে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইল। ফলে খাদ্য, পানি, ওষুধসহ ন্যূনতম জীবনরক্ষাকারী উপকরণ থেকেও বঞ্চিত গাজার বাসিন্দারা। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে।
গাজায় ইসরাইলি সামরিক অভিযান নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংক্রান্ত একটি মামলাও চলছে।





































