ইসরাইলি বিমান হামলায় কেঁপে উঠলো পুরো গাজা উপত্যকা
Advertisements

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষে শুক্রবার আবারো হামলা শুরু করেছে ইসরাইল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ায় দু’জন, মধ্য গাজা উপত্যকার মাগাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছে। এছাড়া, খান ইউনিসের দক্ষিণে হামাদ শহরে দু’জন এবং রাফাহ, দক্ষিণ গাজা উপত্যকায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসরাইল খান ইউনিসের আশপাশের বাসিন্দাদের হামলার আগে চলে যেতে বলেছে।

খান ইউনিসের কাছ থেকে এক প্রতিবেদনে সাংবাদিক হিন্দ খৌদারি বলেন, ‘ইসরাইলি বাহিনী খান ইউনিসের বাসিন্দাদের জন্য লিফলেট ফেলছে। এতে তারা রাফাহ থেকে সরে যেতে বলছে, কেননা তারা রাফাকেও লক্ষ্যবস্তুতে রেখেছে।’

সূত্র : আল-জাজিরা

Advertisements