গর্ভাশয় ভাড়া নিয়ে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া
Advertisements

চমকে দিলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির (গর্ভাশয় ভাড়া) মাধ্যমে সন্তান জন্ম দিলেন তারা।

শুক্রবার এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। ইনস্টাগ্রামে জানিয়েছেন, “আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সারোগেসির(গর্ভাশয় ভাড়া মাধ্যমে একটি সন্তান নিয়েছি। এই বিশেষ সময়টুকু আমরা নিজেদের সঙ্গেই কাটাতে চাই, পরিবারকে সময় দিতে চাই। আমাদের সেই প্রাইভেসি দেওয়া হোক। অনেক ধন্যবাদ।”

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

২০১৮ সালে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেন পপ তারকা নিক জোনাসকে। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে সোশ্যাল মিডিয়া মশগুল। কখনও তাদের মাখোমাখো প্রেমের ছবি ভাইরাল হয় তো কখনও শোরগোল ফেলে দেয় বিচ্ছেদ গুঞ্জন।

কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নামের সঙ্গে জোনাহ পদবী সরিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন অনেকেই বলতে থাকেন তবে কি নিক-প্রিয়াঙ্কার সাধের সংসারে অশান্তি শুরু হল? তবে কি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দুজন? তবে সেসব জল্পনা প্রিয়াঙ্কা নিজেই উড়িয়ে দিয়েছেন বারবার। শুক্রবার যে খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন নতুন অতিথির খবর। এমন সুখবরে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও।

Advertisements