বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, “খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
খালেদা জিয়া আরও বলেন, “প্রতি বছর এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনাবিধূর স্মৃতি নিয়ে। শুধু আমাদের পরিবার নয়, সমগ্র জাতিই সে দিন ছিল শোকাহত ও অভিভাবকহীন।”
স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, “চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া নিজেকে জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করেছেন। একই চট্টগ্রামে রাষ্ট্রনায়ক হিসেবে দেশপ্রেমের নিদর্শন রেখে তিনি জীবন উৎসর্গ করেছেন।”
তিনি বলেন, “গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বকীয়তা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও জাতীয়তাবাদের পথপ্রদর্শক ছিলেন শহীদ জিয়া। কিন্তু আজো সেই গণতন্ত্রের ধারাবাহিকতা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।”
বিএনপি চেয়ারপারসন বলেন, “সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”





































