কুরবানি দিতে গিয়ে আহত প্রায় শতাধিক
Advertisements

কুরবানি দেওয়ার সময় স্বাভাবিকভাবে অসাবধানতার কারণে আহত হওয়ার ঘটনা নতুন নয়। প্রতিবছর এমন অসংখ্য ঘটনা ঘটে। কুরবানির পশু জবাই করতে গিয়ে এবার দুপুরের মধ্যেই আহত হয়েছেন শতাধিক। আহত এসব মানুষ চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বুধবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে নামাজ শেষেই শুরু হয় পশু কুরবানি। এরপর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কুরবানি দিতে গিয়ে আহত প্রায় শতাধিক মানুষ ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক সূত্রে জানা যায়, তাদের আঘাত গুরুতর নয়। কারও হাত সামান্য কেটে গেছে বা মাংস কাটার সময় ছুরির আঘাত লেগেছে অথবা পশু জবাইয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, সকাল থেকে ১১টা পর্যন্ত শতাধিক লোক কুরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের কারও অবস্থা তেমন একটা গুরুতর নয়।

Advertisements