দুই দফায় ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমানো হয়েছে। সোমবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। উপসচিব মনিরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমে হবে ২ টাকা ১২ পয়সা। মানে কিলোমিটারে কমল ৩ পয়সা ।
ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে কমে হবে ২ টাকা ৪২ পয়সা। এই দুই শহরের বাসের সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। মিনিবাসে কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৩২ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে ৮ টাকা। এর আগে দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ কমিটির সভা হয়। সভায় কিলোমিটারে ৩ পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, আগামীকাল মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। ২০২১ সালের নভেম্বরে এবং পরের বছরের আগস্টে ২ দফায় ডিজেলের দাম লিটারে ৪৯ টাকা বৃদ্ধি পায়। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া কিলোমিটারে ২ দফায় ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছিল। দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছিল ৭৮ পয়সা। ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমলে কিলোমিটারে বাসের ভাড়া কমে ৫ পয়সা। এর আগে ডিজেলের দাম কমায় ২০১৬ সালে প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমিয়েছিল সরকার।