ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস-এর সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের বোমা হামলায় অন্তত ৬০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
ফার্স বার্তা সংস্থা জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড আজ এক বিবৃতিতে ওই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: রোববার (৩ ডিসেম্বর) ভোর রাতে জাহরাদ্দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস সেনারা ওই ইসরাইলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। বিবৃতিতে জানানো হয়েছে ভোর সাড়ে ৪টার দিকে ওইসব বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৬০ সেনা নিহত হয়।
কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়েছে: কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরাইলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণস্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে।
উল্লেখ্য, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে।