মেয়র হলেন এস এম রবীন হোসেন
Advertisements

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম রবীন হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো ১৩ হাজার ৭৮৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট। ৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে রবীন হোসেন মেয়র নির্বাচিত হন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৫২৪ ভোট।

এদিকে, ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ (উটপাখি), ২ নং ওয়ার্ডে মু. আফসার হোসেন (উট পাখি), ৩ নং ওয়ার্ডে আশরাফউজ্জামান (পাঞ্জাবি), ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ বাদল মিয়া (পানির বোতল), ৫ নং ওয়ার্ডে আশরাফুল আলম (পানির বোতল), ৬ নং ওয়ার্ডে আবদুস সালাম (উট পাখি), ৭ নম্বর ওয়ার্ডে নূরে আলম শেখ (উট পাখি), ৮ নং ওয়ার্ডে আমির হোসেন (উট পাখি) ও ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ শাখাওয়াত হোসেন (উট পাখি)।

সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচিতয়ী হয়েছেন ১, ২, ৩ নং ওয়ার্ডে আমিরুন নেছা (জবা ফুল), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে নার্গিস বেগম (আনারস), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে কান্তা (আনারস)।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেন। মোট ৩৬ হাজার ৬৪০ জন ভোটারের মধ্যে ২৫ হাজার ৮৯০টি ভোট পড়ে। এর মধ্যে ৬০টি ভোট নষ্ট হয়।

Advertisements