কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Advertisements

গাজীপুর কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের রায়েদ উত্তর পাড়া গ্রামের মরহুম আওয়াল মৌলভীর ছোট ছেলে,রায়েদ ইউনিয়ন আওয়ামীলীগ এর কার্যনিবাহী সদস্য আলমগীর হোসেন শেখ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১ মে) সন্ধ্যার দিকে মারা গেছেন। (ইন্নাহ লিল্লাহ হি ওয়া ইন্নাহ ইলাহীর রাজিউন)।

গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারাত্নক আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতাল ভর্তি করা হয়েছিল।

রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম হিরন মোল্লাহ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দুর্ঘটনায় মারাত্নক আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যার দিকে তিনি মারা মান।

এলাকাবাসী সূত্রে জানাগেছে,গতকাল ইফতারের আগে বাড়ি থেকে রায়েদ বাজারে যাওয়ার সময় রায়েদ সরকারি প্রাইমারি স্কুলের পিছনের সড়কে থাকা খোয়ায় স্লিপ করে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এতে তিনি মারাত্নক আহত হয়েছিলেন।

উনার জানাজার নামাজ আগামীকাল রবিবার (২ মে) দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/ মোঃ রাসেবুল ইসলাম

Advertisements