কাপাসিয়ায় বিয়েবাড়িতে হামলা
Advertisements

গাজীপুরের কাপাসিয়ায় কনে নিয়ে বর ফেরার পর বিয়েবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বরের বাবা ও ভাইকে কুপিয়ে জখম করেছেন।

শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনায় আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া বাজারের আহাম্মদ আলী মার্কেটের মালিক আহাম্মদ আলীর বড় ছেলে নাজমুল হাসান ফ্রান্সপ্রবাসী। গতকাল শুক্রবার নরসিংদীর পলাশের চরসিন্দুর এলাকায় তাঁর বিয়ে হয়। রাত নয়টার দিকে কনে নিয়ে বাড়ি ফিরলে পাশের বাড়ির আফাজ উদ্দিন দলবল নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা গৃহকর্তা আহাম্মদ আলীকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় বাধা দিতে এগিয়ে এলে আহাম্মদ আলীর আরেক ছেলে নাঈমকেও কুপিয়ে জখম করেন তাঁরা। খবর পেয়ে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় বরের মা নাছিমা বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফাজ উদ্দিনের বাড়ির এক মেয়ের সঙ্গে নাজমুল হাসানের বিয়ের কথাবার্তা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে গড়ায়।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফাজ উদ্দিন বলেন, আহাম্মদ আলীর লোকজনই তাঁদের ওপর হামলা চালিয়েছেন, থামাতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। হামলায় তাঁদের লোকজনও আহত হয়েছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements