শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে মারা গেলেন এক কৃষক
Advertisements

গাজীপুরের কাপাসিয়ায় টিভিতে ডিশ লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্ভু চন্দ্র দাস (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের নাকাসিনি গ্রামের নিরঞ্জন চন্দ্র দাসের একমাত্র ছেলে।

বুধবার (৪ আগষ্ট) সকাল ৮টার দিকে নিজ ঘরে টেলিভিশনে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আগের দিন রাতে আবহাওয়া খারাপ থাকায় টেলিভিশনের সংযোগটি নিজেই খোলে রেখেছিল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে টিভি দেখা শেষ করে বজ্রপাতে টিভি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে টিভি থেকে ডিশের লাইন খুলে রেখেছিলো। পরের দিন বুধবার সকালে টিভি দেখার জন্য ডিশের লাইন টিভিতে লাগাতে গিয়ে শম্ভু বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাস্টার্স পাস সম্ভু তার বাবার একমাত্র ছেলে ছিল।

এ ব্যাপারে কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

Advertisements