ভূমি ধস - কাপাসিয়ার দস্যু নারায়ণপুরে আবারো ভূমি ধস - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়া সড়কের দস্যু নারায়ণপুর এলাকায় আবারো ভূমি ধসের ঘটনা ঘটেছে। এ কারণে আশপাশের লোকজন বাড়ি-ঘর ধসে যাওয়ার আশঙ্কা করছেন।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে সড়কের প্রায় সাড়ে চারশ’ ফুট এলাকা শীতলক্ষ্যা নদীতে দেবে গেলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়াও ভূমি ধসের কারণে শ্রীপুর-কাপাসিয়া সড়ক দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে গাছপালার মড় মড় ও শোঁ শোঁ শব্দে তারা জেগে উঠেন। পরে বাড়ির বাইরে বের হয়ে ভূমি ধসের ঘটনা দেখতে পান। ধস ক্রমশ বাড়ছে বলে স্থানীয়রা দাবি করছে।

স্থানীয়রা বলেন, ‘এ নিয়ে এখানে চারবার ভূমি ধসের ঘটনা ঘটেছে। ১৯৬৪ সনের ফেব্রুয়ারিতে প্রথমবার ভূমিধস হয়। এরপর ২০০৩ সনের ফেব্রুয়ারিতে এবং ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারিতে ৩য় বারের মত এবং আজ ১১ ডিসেম্বর ভোরে একই রকমভাবে ভূমি ধসের ঘটনা ঘটে।

তারা আরো জানান, এবার সড়কের কমপক্ষে সাড়ে চারশ’ ফুট অংশের ১৫ ফুট দেবে গেছে। আশপাশের কমপক্ষে ১৫টি বাড়ি দেবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পর পর চারবার ভূমি ধসের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে আবাসিক এলাকার দিকে ঢুকে পড়েছে।

২০০৩ সনে ভূমি ধসের পর জাইকার প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘরবাড়ি ও সড়ক রক্ষায় শক্তিশালী বাঁধ দেওয়ার পরার্মশ দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

স্থানীয় এক ব্যাবসায়ী বলেন, ‘তার এক একর জমি নদীতে দেবে গেছে।’ অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে পর পর কয়েকবার এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবী করেন।

Advertisements