বছরে-গড়ে-একশ-মানুষ-গণপিটুনিতে-নিহত-হন
Advertisements

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের ধরে বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. নূরুল আমীন (১৯)। হত্যার অভিযোগ উঠেছে তার সহোদর বড় ভাই বনি আমীনের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত উভয়েই ওই গ্রামের হতদরিদ্র শাহজাহানের ছেলে।

বারিষাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বাবুল হোসেন জানান, শাহজাহানের একমাত্র সম্বল ভিটেমাটি ছাড়া তেমন কিছুই নেই। তিনি ও তার স্ত্রী আশপাশের এলাকায় মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। বড় ছেলে বনি আমীনকে কষ্ট করে সৌদি আরবে পাঠিয়েছিলেন। দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। অপরদিকে ছোট ছেলে নূরুল আমীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেলে পরিবারের জিনিসপত্র ভাঙচুর করতেন, এমনকি বাবা-মাকেও মারধর করতেন।

নিহতের পিতা শাহজাহান জানান, ছেলেকে মাদক থেকে মুক্ত করতে দুবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন, যা বড় ছেলের পাঠানো টাকায় বহন করা হয়। কিন্তু নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসেই আবার মাদক সেবন শুরু করে নূরুল।

শুক্রবার সকালেও নূরুল আমীন বাবার কাছে মাদক কেনার জন্য দুই হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়িতে ভাংচুর শুরু করলে বাবা শাহজাহান ভয়ে ঘর ছেড়ে বাইরে চলে যান। পরে মায়ের কাছেও টাকা দাবি করে গালিগালাজ শুরু করে নূরুল। এ সময় বড় ভাই বনি আমীন বাড়িতে এসে তাকে বেধড়ক মারধর করে এবং ঘরের ভেতরে আটকে রাখে।

দুপুরের দিকে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে নূরুল আমীনকে অচেতন অবস্থায় পান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন।

Advertisements