Expatriate killed in dispute over land in Kapasia
Advertisements

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানায় থাকা গাছ কাটাকে কেন্দ্র করে একেএম আবু তাহের (৫৬) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে টোক ইউনিয়নের টোক নগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্ত্রী সালমা বেগম জানান, জমির সীমানায় লাগানো একটি বেলজিয়াম গাছ নিয়ে আবু তাহেরের সঙ্গে তার ছোট ভাই আবুল কাশেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে চলতি বছরের জানুয়ারি মাসে কাপাসিয়া থানায় একটি অভিযোগও করেছিলেন আবু তাহের।

শুক্রবার সকালে আবুল কাশেম ওই গাছটি কাটতে শুরু করলে আবু তাহের বাধা দিতে যান। এতে আবুল কাশেম ও তার ছেলে পারভেজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আবু তাহেরকে আঘাত করেন। এক পর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধে প্রবাসী আবু তাহেরকে হত্যার অভিযোগে তার ভাই আবুল কাশেম ও কাশেমের স্ত্রী পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Advertisements