সমকালের পর এবার যুগান্তরের বিরুদ্ধে ৫ কোটি টাকা মানহানী মামলা করলেন যুবলীগের সাইফুল। মামলায় আসামি করা হয়েছে- যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামকে।
গত ১৩ মার্চ পদ বাণিজ্য : গাজীপুরে যুবলীগের সাইফুলের সম্পদের পাহাড় ‘শিরোনামে একটি সংবাদ ছাপা হয় যুগান্তরে।
এ সংবাদের জেরে ৪ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন টংগী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন যুবলীগ নেতা সাইফুল।সিআর মামলা নং ২১৯/২২ এ মামলাটি গাজীপুর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন।মামলায় ৫কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ আছে, দলীয় পদ বাণিজ্য ও অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছে যুবলীগ নেতা সাইফুল। নামে বে নামে সম্পত্তির পাহাড়।এসব অপকর্ম তুলে ধরে গত ১৩ মার্চ সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। সংবাদ প্রকাশের ২৫ দিনের মাথায় তিনি ৫ কোটি টাকার মানহানির অভিযোগ তুলে মামলাটি দায়ের করায় সাধারন মানুষের নিকট হাসির খোরাকে পরিনত হন সাইফুল।