ওসি মহিবুল্লাহ প্রত্যাহার
Advertisements

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হত্যা মামলার আসামি হিসেবে পালিয়ে যাওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় ডিএমপি দু’সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) এবং উত্তরা পশ্চিম থানার ওসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় পুলিশ রেড এলার্ট জারি করেছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।

তিনি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। এর আগে, ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে তিনি উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

Advertisements