ইহুদিবাদীদের ওপর হামলাকারীর ভূয়সী প্রশংসা করল হামাস
Advertisements

অধিকৃত জেরুজালেম আল-কুদস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর একজন বন্দুকধারীর হামলার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ওই হামলাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের প্রাত্যহিক অপরাধযজ্ঞের বদলা নিতে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার সকালবেলা জেরুজালেম আল-কুদস শহরের পুরনো অংশের একটি গেটের কাছে একজন বন্দুকধারী ইহুদিবাদীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এ ঘটনায় নয় ইহুদিবাদী আহত হয়। ইসরাইলি গণমাধ্যম জানিয়ছে, আহত অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের মুখপাত্র ফৌজি বারহুম বলেছেন, এই বীরোচিত পদক্ষেপের মাধ্যমে ওই বন্দুকধারী প্রমাণ করেছেন, জর্দান নদীর পশ্চিত তীরের আল-কুদস শহরকেও প্রতিরোধ ফ্রন্টের আওতায় আনতে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা।

এদিকে ইসলামি জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক ইজ্জাদ্দিনও আল-কুদস অভিযানের প্রশংসা করেছেন। তিনি ওই ‘বীরোচিত’ অভিযানকে ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেব বর্ণনা করেন।

Advertisements