গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের বিষয়ে ইরানের হুঁশিয়ারি
Advertisements

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরাইলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

শনিবার রাতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী যখন একটি ‘প্রলম্বিত সংঘাত’-এর ইঙ্গিত দিয়ে কঠিন দিন আসছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান এই কড়া অবস্থান নেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি তুরস্ক সফর শেষে জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানান।

জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে আলোচনা পুনরায় শুরু করার প্রশ্নই আসে না।” তিনি আরও বলেন, “ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দরকষাকষি হবে না।”

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে শনিবার রাতের পাল্টাপাল্টি হামলায়। ইসরাইল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান মধ্য ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেন, “আমরা একটি দীর্ঘমেয়াদি অভিযানের জন্য প্রস্তুত। সামনের দিনগুলো কঠিন হতে চলেছে।”

বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হবে, যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

Advertisements