
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২৩ মার্চ) ভোর থেকে ইসরাইলি হামলায় বিভিন্ন স্থানে প্রাণহানি হয়েছে। এর মধ্যে— গাজা শহরের তুফায় ৯ জন, জেইতুনে ২ জন,নেতজারিম করিডোরের কাছে আল-মোঘরাকায় ২ জন,
বেইত লাহিয়ায় ৬ জন, দেইর আল-বালাহতে ১ জন ,খান ইউনিসে ২ জন নিহত হয়েছেন।
এর আগে, যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার (১৯ মার্চ) ভোর থেকে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গাজায় ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক-তৃতীয়াংশই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৯,৭৪৭ ফিলিস্তিনি নিহত ও ১,১৩,২১৩ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকেও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মার্চ) রাত থেকে ইসরাইলের বিমান বাহিনী গাজা, লেবানন ও সিরিয়ায় ২০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার ফলে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব।