Israeli Apache helicopter
Advertisements

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন “হামাস”-এর সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে।

আল-কাস্সাম ব্রিগেড জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে “SAM-7” ক্ষেপণাস্ত্র দিয়ে হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এছাড়াও, জাবালিয়া শিবিরের পূর্বে আরেকটি অভিযানে হামাসের এক যোদ্ধা ইসরাইলি সেনাদের ওপর একটি হাত গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছে বলে তারা দাবি করে।

এর আগে বুধবার, আল-কাস্সাম ব্রিগেড গাজার কেন্দ্রে একটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরাইলি ইভো ম্যাক্স ড্রোন ভূপাতিত করার কথাও জানায়।

গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরাইলি হামলা টানা ১৫তম মাসে প্রবেশ করেছে। এই দীর্ঘ অভিযানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং গাজার জনগণের জন্য দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় ৪৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
১০৭,০০০ এর বেশি আহত হয়েছেন।

গাজায় ইসরাইলের অবরোধ ও লাগাতার হামলার কারণে জনজীবন বিপর্যস্ত। খাদ্য, পানি, বিদ্যুৎ, ও চিকিৎসার অভাবে মানবিক সংকট চরমে পৌঁছেছে।

Advertisements