প্রতিবেশী আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আফগান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক। গতকাল (রোববার) এ দুইজন আফগানিস্তান বিষয়ে বৈঠক করেন এবং বৈঠকের পর সাংবাদিকদের কাছে দেশের উপস্থিতির বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠকে দু পক্ষই উগ্রবাদী দায়েশ গোষ্ঠীর সামগ্রিক তৎপরতাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করে।
বৈঠকে আব্বাস আরাকচি বলেন, আফগানিস্তানের জনগণের শান্তি ফিরে পাবার অধিকার মৌলিক এবং ইরান তার প্রতি সর্বাত্মক সমর্থন দেয়।
অন্যদিকে, পাকিস্তানের বিশেষ দূত সাদিক বলেন, আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরান এবং পাকিস্তানের মধ্যে জোরালো সমন্বয় থাকা জরুরী।
আফগান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক শনিবার সন্ধ্যায় ইরান সফরে যান। তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
ইরান সবসময় বলে আসছে, আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়া- এ অঞ্চলের যেকোন দেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না তেহরান।
পার্সটুডে