ইমরান খান যে কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেছেন
Advertisements

বিশ্বনবী (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূঁয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নবী মুহাম্মাদ [সা.]-এর অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না।

তিনি বৃহস্পতিবার মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে আরো বলেন, “নবীর [সা.] অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতে আঘাত হানার শামিল।” রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি যিনি আমার এই বার্তাকে সমর্থন করেছেন যে, মহানবী (সা.)এর অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয়। আমাদের উচিত [পুতিনের] বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলাম-ভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।”

পার্সটুডে

Advertisements