পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দলের লক্ষাধিক নেতাকর্মী।
রোববার (১৮ অক্টোবর) করাচিতে এই বিক্ষোভ হয়।
বিরোধীদের দাবি, ২০১৮ সালে পাকিস্তানে যে পার্লামেন্ট নির্বাচন হয়েছে তা ছিল জালিয়াতির। সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় বসিয়েছে ইমরান খানকে। এ জন্য তার পদত্যাগ দাবি করেন তারা।
বিক্ষোভে বিরোধী দলীয় নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, আপনি জনগণের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন। সাধারণ মানুষের সামনে থেকে দিনে দু’বেলার খাবার কেড়ে নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, বাড়িতে অনাহারে আমাদের কৃষক। যুব শ্রেণি হতাশায়।
উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে হটাতে ৯টি বিরোধী দল মিলে গত মাসে একটি প্লাটফরম গঠন করেছে। এর নাম দেওয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।