দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে । এতে ৭ জন নিহত হয় এবং আহত হয়েছে অর্ধ শতাধিক । আল-জাজিরা।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার ভোরের দিকের এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, ম্যাজেনে শহরে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬৩৭ জন। আর পাশের মামুজু শহরে আরো তিনজনের মৃত্যু হয় এবং দুই ডজন মানুষ আহত হয়েছে।
কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে , ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে।
ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।
A girl trapped in the wreckage of a house in Mamuju, Sulawesi Island, cried out for help and said her mother was alive but unable to move out.
“Please help me, it’s hurt,” the girl told rescuers, who replied that they desperately wanted to help her 😢 https://t.co/HWiF900Ply pic.twitter.com/kizoBubIO4
— Andreas Harsono (@andreasharsono) January 15, 2021
দুর্যোগ মোকাবিলা সংস্থা বলেছে যে একটি হোটেল এবং পশ্চিম সুলাওয়েসির গভর্নরের অফিসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে।
এছাড়া মামুজুর একটি রাস্তার চলাচল ব্যবস্থা বন্ধ হয়েছে একটি ব্রিজ ভেঙে পড়ার কারণে উদ্ধার কাজ ধীর হচ্ছে।