![ইজতেমায় জাগ্রত তরুণ ফাউন্ডেশনের বিনামূল্যে পানি বিতরণ ইজতেমায় জাগ্রত তরুণ ফাউন্ডেশনের](https://i0.wp.com/bhawalbarta.com/wp-content/uploads/2025/02/%E0%A6%87%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0.jpg?fit=900%2C489&ssl=1)
গাজীপুরে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করেছে জাগ্রত তরুণ ফাউন্ডেশন। টানা তিন দিন ধরে ময়দানের ৭ নম্বর গেটে সংগঠনের স্বেচ্ছাসেবীরা মুসল্লিদের মাঝে পানি সরবরাহ করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল মাইন খান শাকিল বলেন, “জাগ্রত তরুণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আমরা শুধুমাত্র স্বেচ্ছাসেবী কার্যক্রম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি। প্রতিবছর ইজতেমায় আমরা বিনামূল্যে পানি বিতরণ এবং মেডিকেল ক্যাম্প পরিচালনা করি। ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
টানা তিন দিন ধরে চলা এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি: মাসুদ রানা, সাধারণ সম্পাদক: মেরাজুল ইসলাম খান সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক: মৃদুল খান।
এছাড়া সংগঠনের সদস্য বাবলা, মারুফ, সামির এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে অংশ নেন।
জাগ্রত তরুণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। টানা তিন দিন ধরে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও তারা এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।