ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে
Advertisements

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তাহলে মস্কোকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে।

স্টলটেনবার্গ বলেন, এটি পরিষ্কার যে, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করে তাহলে মস্কোকে তার জন্য চরম মূল্য দিতে হবে। গতকাল (শুক্রবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টলটেনবার্গ। চলতি মাসের প্রথম দিকে ইউক্রেন দাবি করেছিল যে. তার সীমান্তের কাছে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে।

ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনারা ট্যাংক, ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সামগ্রী নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে যা বড় রকমের লোকদের উদ্বেগের কারণ।

Advertisements