ইউক্রেনকে আমেরিকার দেয়া ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করল রাশিয়া
Advertisements

ইউক্রেনকে আমেরিকা নতুন করে যে হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস সরবরাহ করেছিল তার মজুদ ধ্বংস করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার (২৫ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল পশ্চিম ইউক্রেনের বোগদানোভস্কি গ্রামে মজুদ করা এইচআইএমএআরএস এবং এম ৭৭৭ কামানের গোলা রুশ সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র আমরা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। ওই হামলায় রাশিয়া সমুদ্র থেকে দীর্ঘ পাল্লার হাইপ্রিসিশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

যুদ্ধ শুরু পর থেকে ইউক্রেনের প্রধানমিত্র আমেরিকা ১৬টি এইচআইএমএআরএস লঞ্চার দিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল জুলাই মাসের ৫ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তবে অস্বীকার করে ইউক্রেন।

Advertisements