আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা স্থগিত করল চীন
Advertisements

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক অপরাধ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমেরিকার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সামরিক বিষয়ে আলোচনা বাতিল করেছে দিয়েছে বেইজিং।

জলবায়ু পরিবর্তন রোধ করার ক্ষেত্রে চীন ও আমেরিকার মধ্যে গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্য সহযোগিতা গড়ে উঠেছিল এবং চীন গত বছরের গ্লাসগ’ সম্মেলনে বলেছিল, দুষণ কমাতে জরুরি ভিত্তিতে আমেরিকাকে সহযোগিতা করবে বেইজিং।

চীন সরকার একইসঙ্গে ন্যানসি পেলোসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করারও ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এসব কথা জানিয়েছে। এটি বলেছে, ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের বিরোধিতা করে চীন যে বক্তব্য দিয়েছিল তার প্রতি ভ্রুক্ষেপ না করার কারণে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, পেলোসির ‘শান্তিপূর্ণ’ সফরকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাইওয়ানের আশাপাশে সামরিক গতিবিধি বাড়িয়ে দিয়েছে চীন।

বর্তমানে তাইওয়ানের আকাশ ও পানিসীমার আশপাশে সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং।

Advertisements