উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ সম্পর্কে কোনো ঘোষণা দেয়া না হলেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে নিক্ষেপ করা হয়।
ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৭০ মিনিটের এই উৎক্ষেপণের সময় ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,০০০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল।
বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এখন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে দেখছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়েওলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তার কয়েক ঘণ্টা আগে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পিয়ংইয়ং। এর আগে গতমাসে উত্তর কোরিয়া হুয়াসং-১৫ নামের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ওই ক্ষেপণাস্ত্রটি ছিল কঠিন জ্বালানী-চালিত এবং রাডার ব্যাবস্থা দিয়ে সেটিকে শনাক্ত করা দুস্কর।