আফগানিস্তানে ১৮তম শহরের নিয়ন্ত্রণ নিল তালেবান
Advertisements

আফগানিস্তানে ১৮তম প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিকে জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিলে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে আফগান সরকার।

হেরাত ও কান্দাহার সিটির নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রাদেশিক রাজধানী কালাত, টেরেনকোট, পুল-ই আলম, ফিরোজ কোহ, কালা-ই নাউ ও লশকর গাহ দখলে নিয়েছে সাবেক শাসক দলটি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালেবানের উল্লেখযোগ্য সামরিক সফলতার প্রেক্ষিতে বিদ্যমান পরিস্থিতির ব্যাপারে আলোচনার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে আফগান সরকার।

এক সংবাদ সম্মেলনে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভ বলেন, এ ধরনের বৈঠকের আফগান বিবদমান দুগ্রুপের মধ্যে গঠনমূলক আলোচনায় উপকারী হতে পারে।

এদিকে, বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আফগান পরিস্থিতি ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তিনি এ-ও বলেন, তালেবান শুধু একক একটি সত্তা নয়, এখানে স্বার্থান্বেষী গ্রুপগুলোও বিবাদে জড়িত।

সূত্র : আলজাজিরা

Advertisements