পাকিস্তানের বড় বড় শহরসহ বেশির ভাগ এলাকায় শনিবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ–সংযোগবিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দেশটির বেশির ভাগ অংশ এখনো অন্ধকারে রয়েছে।
আল-জাজিরা সূত্রে জানা যায় কিছু শহরে বিদ্যুৎ ফিরেছে। বাকি অংশে বিদ্যুৎ ফিরাতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে পুরো দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
শনিবার মধ্যরাতে পাকিস্তানে বিদ্যুৎ নিয়ে যে কাণ্ড ঘটেছে, সেই একই রকম কাণ্ড দেশটিতে প্রায়ই ঘটে থাকে। কোনো এলাকায় মাঝে মাঝেই বিদ্যুৎ থাকে না। হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠাগুলোতেও অনেক সময় কাজ করতে ডিজেল চালিত জেনোরেটর দিয়ে।
বিদ্যুৎহীন হয়ে পড়েছে বালুচিস্তানের ২৯ জেলা। এই বিপর্যয়ের জেরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও থমকে গেছে। এমনকি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনো বিদ্যুৎ নেই।
৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট চলছে।
সকালে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান এক টুইট বার্তায় বলেন, বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে পাকিস্তানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জানান, পেশোয়ারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে পাওয়ার প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে দেশটির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা। তখনও অন্ধকার হয়ে পড়ে পুরো পাকিস্তান।