![বুড়িচংয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত A Bangladeshi was killed in BSF firing in Burichong](https://i0.wp.com/bhawalbarta.com/wp-content/uploads/2024/06/A-Bangladeshi-was-killed-in-BSF-firing-in-Burichong.jpg?fit=900%2C489&ssl=1)
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মো: আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো: আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে।