![খালি হাতে ফিরিনি, তেল-গ্যাসের নিশ্চয়তা বড় অর্জন : প্রধানমন্ত্রী খালি হাতে ফিরিনি, তেল-গ্যাসের নিশ্চয়তা বড় অর্জন](https://i0.wp.com/bhawalbarta.com/wp-content/uploads/2022/09/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8.jpg?fit=900%2C489&ssl=1)
ভারত সফরে বাংলাদেশের অর্জন বিষয়ে বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেন, তার সাম্প্রতিক প্রতিবেশী দেশ সফর কোনো অর্জন ছাড়াই সমাপ্ত হয়নি।
বুধবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত থেকে বাংলাদেশ কী অর্জন করেছে, তা নির্ভর করে একজনের উপলদ্ধির ওপর।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত থেকে তেল পেতে যাচ্ছে। ভারতের আসামের নুমালিগড় থেকে আমাদের উত্তরাঞ্চলের ডিপোতে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করবে। পাইপলাইনটি নির্মাণও করবে ভারত। এই তেল সরবরাহ শুরুর মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি ও মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, ভারত থেকে এলএনজি আমদানির জন্যও বাংলাদেশ আলোচনা করেছে।
শেখ হাসিনা বলেন, ‘খুলনা অঞ্চল ক্ষণে ক্ষণে তীব্র গ্যাস সঙ্কটে পড়ে। আমরা ভারত থেকে ওই অঞ্চলে গ্যাস আমদানির কথা ভাবছি। যাতে ওই এলাকায় বসবাসকারী মানুষ সরাসরি সুবিধাভোগী হতে পারেন।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তেল ও গ্যাস পাওয়ার আশ্বাসকে তার সাম্প্রতিক ভারত সফরের বড় অর্জন বলে অভিহিত করেন।
সূত্র : ইউএনবি