ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো জোটের দুই দশকের উপস্থিতি দেশটিকে রক্তপাত ও পশ্চাদপদতা ছাড়া আর কিছু দিতে পারেনি। তিনি বৃহস্পতিবার ইরান সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
আফগানিস্তানে দুই দশকের পশ্চিমা সামরিক আগ্রাসনের ফলে দেশটির চরম দুর্দশার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “আফগানিস্তানে দুই দশকের মার্কিন ও ন্যাটো আগ্রাসনের ফলাফল ছিল শুধুমাত্র হত্যা, অপরাধযজ্ঞ, রক্তপাত, অনগ্রসরতা। আফগান জনগণকে পশ্চিমা সেনারা এসব ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু উপহার দিতে পারেনি।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে দুই দশকের মার্কিন উপস্থিতির ফসল হিসেবে বর্তমানে ৩০ হাজারের বেশি শিশু নানা ধরনের শারিরীক অক্ষমতা নিয়ে বেড়ে উঠছে।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আফগানিস্তানের শাসনক্ষমতা দেশটির জনগণের মাধ্যমে নির্ধারিত হতে হবে।
সাক্ষাতে পিটার সিজারতো বলেন, আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর কপট আচরণের কারণে আজ দেশটি থেকে বহির্বিশ্বে শরণার্থীর ঢল নেমেছে।তিনি আফগানিস্তানের পুনর্গঠন কাজে সহযোগিতা করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানান।
পার্সটুডে