কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রীপুরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ
Advertisements

গাজীপুরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে (১৫) নাঈম নামে এক যুবক অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(২০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে জসিমের দোকানের সামনে আসা মাত্রই ওই ছাত্রীকে অপহরণ করে নাঈম ও তার সহযোগীরা।

এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা শ্রীপুর থানায় অভিযোগ করেছেন।অভিযুক্তরা হলেন উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের আলমাছের ছেলে নাঈম(১৮) ও মৃত সামছুলের ছেলে আলমাছ(৫২)।

পুলিশ ঘটনার সাথে জড়িতদের কাওকে আটক করতে পারেনি। অভিযোগের সূত্র মতে, স্কুলে যাওয়া আসার পথে বখাটে নাঈম বিভিন্ন সময় ওই ছাত্রীকে কু-প্রস্তাব সহ বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। এক পর্যায়ে নাইম ওই ছাত্রীকে অপহরণ করে।

অভিযোগ তদন্তকারী শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযোগটি তদন্তাধীন আছে। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

Advertisements