মুসলিম বিশ্বে ঐক্য বিনির্মাণে ওআইসি বিরাট সম্ভাবনা কাজে লাগাতে পারে
Advertisements

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মুসলিম বিশ্বে ঐক্য বিনির্মাণে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি তার বিরাট সম্ভাবনা কাজে লাগাতে পারে। একই সঙ্গে তিনি আশা করছেন, সংস্থাটি নতুন মহাসচিবের নেতৃত্বে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) নতুন মহাসচিব হুসেন ইবরাহিম ত্বহাকে অভিনন্দন জানান। খাতিবজাদে আশা করেন, নতুন মহাসচিবের সময়কালে ইসলামি উম্মাহ এবং সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অঙ্গনে অভিন্ন স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে ওআইসি বাস্তব ফলাফল আনতে সক্ষম হবে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে পাঠানো ভিন্ন একটি বার্তায় ওআইসি মহাসচিব তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। সব সদস্য দেশকে সমান সুযোগ দেয়ার নীতি এবং স্বাধীনভাবে কাজের সুযোগের ভিত্তিতে নতুন মহাসচিবের সঙ্গে ইরান ঘনিষ্ঠ ও ভ্রাতৃসুলভ সম্পর্ক গড়ে তুলতেও প্রস্তুত বলে খাতিবজাদে জানান।

Advertisements